বাগনানে বাঘেশ্বরী দেবীর পুজোকে কেন্দ্র করে উৎসব

লুতুব আলি, নতুন গতি : হাওড়া জেলার বাগনানে বাঘেশ্বরী দেবীর বাৎসরিক পুজোকে কেন্দ্র করে উৎসবমুখর আবহ তৈরি হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা বাগনান এলাকা পরিক্রমা করে, এতে হাজার হাজার মানুষ পা মেলান। দেশ-বিদেশ থেকে ভক্তরা এসে হাজির হয়েছেন। অতীতে এই এলাকায় বাঘের আক্রমণে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন। বাঘের আক্রমণকে ঠেকাতে এখানকার মহারাজা বাঘেশ্বরী দেবীর আরাধনা শুরু করেছিলেন। দামোদর নদের চিরে বাগেশ্বরী দেবীর মন্দির প্রতিষ্ঠা করে বৈষ্ণ মূর্তি স্থাপন করা হয়। স্থানীয় মানুষদের বিশ্বাস বাঘেশ্বরী দেবীর আরাধনার ফলে বাঘের আক্রমণ কমে যায়। এই ভাবেই এই জায়গার নামকরণ হয় বাগনান। বাগনান বাঘেশ্বরী দেবীর মন্দির সংস্কার ও সংরক্ষণ কমিটি রাস পূর্ণিমা উপলক্ষে এই বাৎসরিক পুজোর আয়োজন করেছে। বিভিন্ন দিনে থাকছে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেবামূলক কর্মসূচি। বাগনান এলাকায় এই পূজা উৎসবে পরিণত হয়েছে। এলাকার মানুষ নিষ্ঠাভরে বাঘেশ্বরী দেবীর আরাধনা করে থাকেন। কমিটির সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, বাঘেশ্বরী দেবীর পূজা দেশ-বিদেশের মানুষকে আকৃষ্ট করেছে। এই উৎসব বাংলার উৎসবে পরিণত হয়েছে। আন্তর্জাতিক ভাবেও এই উৎসব সমাদৃত হয়েছে।