|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: মানিকচকে জনসভা করার আগে মঙ্গলবার সকালে চায়ে পে চর্চার মাধ্যমে জন সংযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে মালদা শহরের সিঙ্গাতলা এলাকায় সভামঞ্চ থেকে একাধিক ইশ্যুতে তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন দিলীপবাবু। পাশাপাশি জেলায় ও রাজ্যে শিল্প না হওয়ায় শাসকদলকে এক হাত নেন তিনি। কৃষক আইনের সমর্থনে বক্তব্য রাখেন তিনি।
এই মঞ্চে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অনন্ত চক্রবর্তী এবং বিশিষ্ট চিকিৎসক ডা: দেবাশিস সরকার। তাদের হাতে দলীয় ঝান্ডা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও চায় পে চর্চায় উপস্থিত ছিলেন সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, বিজেপি নেতা শ্যামচাঁদ ঘোষসহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।