পুলিশ সুপারের অপসারণ চেয়ে বিজেপির বিক্ষোভ

     

    শুভদীপ পতি; তমলুক: পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিজেপি কর্মীদের উপর পুলিশি জুলুমের অভিযোগ এনে এবং তার প্রতিবাদে আজ তমলুকে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল বিজেপি।

    বর্তমানে লোকসভা নির্বাচনকে ঘিরে তৃণমূলের গুণ্ডা বাহিনী ও পুলিশ কর্তাদের মদতে এই অরাজকতা চলছে বলে জানিয়েছেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর । তিনি বলেন, বারবার পুলিশ সুপার সহ প্রশাসনের কাছে আবেদন করেছি। তিনি আরও বলেন, জেলা পুলিশকে বলেছি আগে যা করেছেন, সব ভুলে গিয়ে মানুষের গনতন্ত্রকে রক্ষা করতে এবার পক্ষপাতিত্ব না করে সুন্দর ও সু-শৃঙ্খল ভোট প্রক্রিয়া করুন। আমরা আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করব।

    প্রার্থী সিদ্ধার্থ নস্করের অভিযোগ, জুলুম অত্যাচারের কথার কোনো প্রত্যুত্তর জেলা পুলিশ দেননি। বরং তারা নিরীহ নিরপরাধ বিজেপি সমর্থকদের মিথ্যা কেস দিয়ে তুলে আনছেন।

    বিজেপি কর্মীদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে প্রতিবাদে আজ জেলা সভাপতি প্রদীপ দাস ও লোকসভা প্রার্থী সিদ্ধার্থ নস্করের নেতৃত্বে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক নিলাঞ্জন অধিকারী, জেলা সাধারণ সম্পাদক ও তমলুক লোকসভা কনভেনার নবারুন নায়েক সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববর্গ।

    দুপুরের চাঁদিফাটা গরমের মধ্যে হাজারের বেশি মানুষজনকে আজকের অবস্থান বিক্ষোভে সামিল হতে লক্ষ্য করা গিয়েছে। আজকের কর্মসূচীর বক্তব্যে বারবার উঠে এসেছে রাজ্য পুলিশের ভূমিকা ও তাদের নিরপেক্ষতা নিয়ে।

    আজ ভিক্ষোভের মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের অপসারণের দাবি জানান বিজেপি জেলা সভাপতি প্রদীপ দাস। বলেন তিনি বলেন, সাধারণ একটা দেওয়াল লিখনকে কেন্দ্র করে পাঁচ ছয় গাড়ি পুলিশ দিয়ে একজন শিক্ষককে তুলে এনে উনি ওনার অযোগ্যতা প্রমাণ করেছেন। শুধু তাই নয়, গোটা জেলায় একই রকম ভাবে শান্তির নামে সন্ত্রাস সৃষ্টি করেছে রাজ্য পুলিশ।