|
---|
সংবাদদাতা,মোথাবাড়ি : এক সময় কষ্টে গেছে।গঙ্গার ভাঙন ছিল তাদের সঙ্গী, তার নাম টনিক আখতার (রফিকুল)। পঞ্চানন্দপুরের এই ছেলে নিজে প্রতিষ্ঠিত হয়ে এবার সমাজের শিক্ষার স্বার্থে গড়েছেন শিক্ষা প্রতিষ্ঠান। রবিবার শিশু দিবসে আধুনিক নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন করলেন ও বিগত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হল মোথাবাড়িতে। এদিন মোথাবাড়ি থানা সংলগ্ন এলাকায় হ্যাপি ফ্যামিলি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কোচিং সেন্টারের শুভ উদ্বোধন করলেন ও কৃতিদের সংবর্ধিত করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, ছিলেন জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান- সমাজসেবী নজরুল ইসলাম, কালিয়াচক- ২ ব্লকের বিডিও রমল সিংহ বিরদি, অধ্যাপক নাসির আহমেদ, বাঙ্গিটোলা হাইস্কুলের রাষ্ট্র বিজ্ঞানের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রবীণ নেতা সফিকউদ্দিন আহমেদ , শিক্ষারত্ন তানিয়া রহমত, উদ্যোক্তা পরিচালক টনিক আখতার প্রমুখ। প্রারম্ভিক ভাষনে টনিক আখতার বলেন, আমি অনেক লড়াই সংগ্রাম করে বড় হয়েছি। গঙ্গার ভাঙনের বাসিন্দা। সমাজের সকল স্তরের ছাত্র ছাত্রী পড়াশোনা ও চাকরির মাধ্যমে প্রতিষ্ঠালাভ করুক চাই সেই উদ্দেশ্যে এই নতুন স্কুল ভবনের উদ্বোধন ও উদ্যোগ। আধুনিক ক্লাস রুম ও পরিকাঠামো সকল সুযোগ সুবিধা নিয়ে স্কুল চালু হল । প্রায় ৮০ জন কৃতিকে সংবর্ধিত করা হয়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, আমরা চাই শিক্ষা ও সার্বিক ক্ষেত্রে উন্নয়নে এগিয়ে যাক মোথাবাড়ি। এই বাংলা সার্বিক বিকাশে পথ দেখাচ্ছে বাংলা। সংখ্যালঘু সেলের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ছাত্র ছাত্রীরা উপকৃত হবে। শিক্ষার প্রসার ঘটবে। সার্বিক ক্ষেত্রেই পরিবর্তন হবে। আজকের দিনে শিক্ষার বিকল্প নেই। সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোগ মিলিত প্রচেষ্টার মাধ্যম প্রকৃত শিক্ষার মাধ্যমে কুসংস্কার, বিভাজন দুরীভৃত হবে। আলোকিত হবে সমাজ। এই উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত অতিথিবর্গ।