|
---|
মালদহ , ১৪ নভেম্বর: বিএসএফ দিয়ে অর্ধেক বাংলা দখল করা যাবে না । অগ্রগাসি রাজনীতি করছে কেন্দ্রের বিজেপি সরকার। সীমান্তে ৫০ কিলোমিটার এলাকার মধ্যে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়া প্রসঙ্গে মালদার একটি অনুষ্ঠানে এসে এভাবেই মোদি সরকারকে তুলোধোনা করেছেন রাজ্যের পরিবহন এবং আবাসন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম।
রবিবার দুপুরে কলিগ্রাম এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চাচোল ডিপোর উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন চাচল ডিপোর কলিগ্রামের এই নতুন সরকারি বাসস্ট্যান্ড শিলিগুড়ি এবং কলকাতাগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা দুটি নতুন বাসের শুভ সূচনা করেন মন্ত্রী । নতুন সরকারি বাস চালিয়ে এর শুভ সূচনা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাতেই একটি আনুষ্ঠানিক সভা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার সঙ্গে ছিলেন রাজ্যের এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, পরিবহন দপ্তরের সচিব রাজেশ সিনহা, চাচোলের তৃণমূল বিধায়ক নিহার ঘোষ সহ দলের অন্যান্য নেতানেত্রীরা।