|
---|
নিজস্ব সংবাদদাতা: জাতীয় ও রাজ্য আইনী পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে ও বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের ব্যাবস্হাপনায় মাহাত্মা গান্ধীর জন্মদিবসের দিনে, ২ রা অক্টোবর থেকে বীরভূম জেলা জুড়ে শুরু হলো সচেতনতা অভিযান। “আজাদি কা অমৃত মহোৎসব” – এই কর্মসূচীর অংশ বিশেষ হিসেবে, জতীয় আইনী পরাষেবা কতৃপক্ষের ছত্রছায়ায় ভারতবর্ষ ব্যাপী আইনী সচেতনতা অভিযান আজ থেকে সূচনা করা হয়। এদিন সিউড়ীর জেলা পরিষদ হলে জাতীয় আইনী পরিষেবা কতৃপক্ষ ও জাতীয় মহিলা কমিশনের নির্দেশে বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের ব্যাবস্হাপনায় “আইনী সচেতনতায় মহিলাদের ক্ষমতায়ন” বিষয়ে আলোচনা শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্হিত ছিলেন জেলা জজ শুভ্রজিৎ বসু, ডিএসপি ( ক্রাইম) ফিরোজ হোসেন, অতিরিক্ত জেলা শাষক ( জেলা পরিষদ) কৌশিক সিন্হা; সিউড়ী মহিলা থানার আইসি মিতা চক্রবর্তী, জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের সচিব বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায় সহ অনান্য বিশিষ্ট জনেরা।
এদিন রামপুরহাট, সিউড়ী, বোলপুর সংশোধনাগারেও জেল বন্দী ও বিচারাধীন বন্দীদের নিয়ে আইনী সচেতনতা শিবির হয়। রামপুরহাটের একটি হোমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মানষিক বিকাশে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বোলপুরের ইলামবাজার থানা এলাকায় একটি বেসরকারি আইন কলেজেও ট্রাফিকিং এন্ড কর্মাসিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন শির্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্হিত ছিলেন বোলপুর আদালতের অতিরিক্ত জেলা জজ তথা মহকুমা আইনী পরিষেবা কমিটির চেয়ারম্যান সুজয় সেনগুপ্ত, ল কলেজের অধ্যক্ষা অনিন্দিতা সরকার দত্ত, আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ সহ আইন বিভাগের ছাত্র-ছাত্রীরা। উল্লেখ্য, এদিন থেকে টানা দেড়মাস ধরে বীরভূম জেলাজুড়ে চলবে আইনী সচেতনতা শিবির, আজ চেতনা সাথীর মাধ্যমেও শুরু হয়ে গ্রামে গ্রামে আইনী অধিকার নিয়ে প্রচার। সেখান থেকে জেলার সব ব্লক, পঞ্চায়েতের সধারন মানুষের আইনী সমস্যার সমাধানের উদ্দেশ্যে ১৪ নভেম্বর সিউড়ীতে আইন মেলা হবে বলে জানান আইনী সহয়ক মহিউদ্দীন আহমেদ।