|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম ব্যস্ততম বাজার বকুলতলা নতুন হাট প্রতিদিন এখানে অসংখ্য মানুষের সমাগম দেখা মেলে। ক্রেতা-বিক্রেতার অবশিষ্ট অংশ পড়ে থাকার ফলে দুর্গন্ধ এলাকায় ভরে যেত। বিশেষ করে এই হাটের মধ্যে গড়দেয়ানি অঞ্চল অফিস অবস্থিত এবং কুলতলি বিধানসভার নাগরিকদের শহরের যাওয়ার একমাত্র প্রধান সড়ক এই বকুলতলা নতুন হাটের উপর দিয়ে। প্রতিনিয়ত অধিক সংখ্যক ক্রেতা-বিক্রেতা এখানে জিনিসপত্র ক্রয় বিক্রয়ের জন্য আসে। দীর্ঘদিন যাবত এই বাজারটি ঠিক মতো পরিষ্কার না হওয়ায় ও জল নিকাশি ব্যবস্থা না থাকায় সাধারন মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠেছিল। বিগত কয়েক মাস আগে বিশিষ্ট সমাজসেবী শিক্ষক শাহাবুদ্দিন শেখ কে বাজার কমিটির দায়িত্ব তুলে দেন হাট কমিটির সদস্যরা। আর তারপর তিনি জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাসের নির্দেশে এই বিশাল বাজার এর রক্ষণাবেক্ষণ এবং সুন্দর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে সাফাই অভিযান কর্মসূচি গ্রহণ করেন। যেখানে কয়েক হাজার কর্মী এই সাফাই কর্মসূচি অংশ গ্রহণ করেন। উক্ত কর্মসূচিতে অংশ গ্রহণ কারীদের মধ্যে গড়দেওয়ানী টিম তৃণমূল কংগ্রেসের সভাপতি শিক্ষক শাহাবুদ্দিন শেখ, জয়নগর বিধানসভার বিধায়ক শ্রী বিশ্বনাথ দাস, বকুলতলা থানার ওসি অভিজিৎ পাল, জয়নগর দুই বিডিও মনোজ মল্লিক, জয়নগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মোনাজাত খান, পূর্ত দপ্তরের কর্মদক্ষ সেলিম শেখ, প্রধান হারুন রশিদ মোল্লা সহ একাধিক ব্যক্তিবর্গ।