গোপন সূত্র মারফত তিন দুষ্কৃতীকে পাকড়াও করল মৈপীঠ কোস্টাল থানার পুলিশ

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : একটি গোপন সূত্রের খবরের ভিত্তিতে, অভিনয়ের মাধ্যম দিয়ে তিন কুখ্যাত দুষ্কৃতী কে পাকড়াও করল মৈপীঠ কোষ্ঠাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন পাল ও তার টিম। তাদের নাম গৌরাঙ্গ হাজারী(৪০ বছর) মেরিগঞ্জ দাসপাড়া কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা, সাইফুদ্দিন মোল্লা পশ্চিম খালপাড় (২৭ বছর) ক্যানিং, দক্ষিণ চব্বিশ পরগনা, হানজুল সেখ (৩০ বছর) সাত নাম্বার মেরিগঞ্জ কচিয়ামারা কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা।
মৈপীঠ থানা উপকূলের অধীনে ভুবনশ্বরী শিব্বতী মাঠ এলাকার বিপরীত দিক থেকে মারাত্মক অস্ত্র সহ গ্রেপ্তার করে। একটি ভোজালি,একটি আর্মস এবং এক রাউন্ড কার্তুজ, একটি লোহার রড মূলত নিকটবর্তী এলাকায় ডাকাত করার প্রস্তুতি নিচ্ছিল এবং অনুসন্ধানে ছিল অভিযুক্ত গৌরাঙ্গ হাজারীর দখল থেকে এক রাউন্ড জীবিত গোলাবারুদ উভয়ই উদ্ধার করা হয়েছে যা অভিযুক্ত সাইফুদ্দিন মোল্লা এর কাছ থেকে প্রায় একটি লোহার রড উদ্ধার করা হয়, দৈর্ঘ্যে দুই ফিট। যা অভিযুক্ত হানজুল সেখ দখল থেকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা কাছাকাছি এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। সেই অনুযায়ী অস্ত্র গোলাবারুদ বাজেয়াপ্ত করেন মৈপীঠ কোষ্ঠাল থানার আধিকারিক ওই সমস্ত ব্যক্তি দের নামে একাধিক থানায় কেস আছে এমনি জানা যায়। তাদের কে বারুইপুর কোটে পাঠালে,কোট তাদের কে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে।