চার কেন্দ্রের উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : গোসাবা,খড়দা, শান্তিপুর,দিনহাটা চার বিধানসভার উপনির্বাচনে ফল ঘোষণা পর দেখা মিলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ব্যাপকভাবে বিরোধী দলের পার্থীদের পিছনে ফেলে ব্যাপক মার্জিনে জয়লাভ করল। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা বিধানসভা,যেখানে তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্করের প্রয়াণে এই আসনটি খালি হয়, তারপরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুব্রত মন্ডল কে পার্থী করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মন্ডল ১,৪৩,০৫১ ভোটে জয়ী। তিনি পেয়েছেন ১৬১৪৭৪ ভোট । বিজেপি প্রার্থী পলাশ রানা গেয়েছেন ১৮৪২৩ ভোট , আর এস পি র অনিল মন্ডল পেয়েছেন ৩০৭৮ ভোট এবং নির্দল প্রার্থী ১২৬২ ভোট । নোটায় ভোট পড়েছে ৯৭১টি ভোট অপরদিকে ভারতীয় জনতা পার্টি পলাশ রানা কে পার্থী করে । গত বিধানসভা নির্বাচনে খড়দা বিধানসভার প্রার্থী কাজল সিনহা ভোটে জয়লাভ করার আগের মুহূর্তে তিনি করোনা আক্রান্তে মারা জান। ঐ আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক শোভন দেব চট্টোপাধ্যায় কে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেন, তিনি লক্ষাধিক ভোটে নির্বাচিত হন ।অপর দিকে বিজেপি জয় সাহা কে পার্থী করে। বিগত দিনে দিনহাটা বিধানসভায় বিজেপির প্রার্থী নিশিথ প্রামাণিক লোকসভার সাংসাদ থাকার পর ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি জয়লাভের পরে ঐ আসনটি ছেড়ে লোকসভা কেন্দ্রে ফিরে যান। দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি পার্থী অশোক মণ্ডল কে পার্থী করে,তৃণমূল কংগ্রেস উদয়ন গুহ কে পার্থী করে ৫৭ভোটের বদলা হিসেবে অধিক ভোটে জয়লাভ করেন । গত বিধানসভা নির্বাচনে শান্তিপুর বিধানসভার বিজেপির বিজয়ী পার্থী জগন্নাথ সরকার তিনি বিধানসভা ছেড়ে লোকসভায় ফিরে গেলে তাতে ওই আসনটি খালি হয় সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্রজকিশোর গোস্বামী কে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস তিনি জয়লাভ করেন। অপরদিকে ভারতীয় জনতা পার্টি নিরঞ্জন বিশ্বাসকে টিকিট দেয়। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুই টিতে জয়লাভ করে ও ভারতীয় জনতা পাটি দুইটি তে জয়লাভ করে দুইটি দলের কাছে এই মুহূর্তে আসন ধরে রাখার লড়াইয়ে চারে চার তৃণমূল কংগ্রেস।
গোসাবা :- ১,৪১,৮৯৩ (জয়ী )
দিনহাটা:-১,৬৩,০০৫ (জয়ী)
শান্তিপুর:-৬৩, ৮৯২ (জয়ী)
খড়দহ:-৯৩,৮৩২ (জয়ী)