পর পর তিনটি মন্দিরে রাতের অন্ধকারে দুঃসাহসির চুরি

নিজস্ব প্রতিবেদক: উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদ থানার টাকি পৌরসভার চৌরঙ্গী মোড়ের ঘটনা। জানা যায় আজ ভোর রাতে যখন সবাই শীতে ঘুমিয়ে আচ্ছন্ন ঠিক সেই সময় চৌরঙ্গী মোড়ে পরপর তিনটি মন্দির থেকে প্রায় লক্ষাধিক টাকার পনামি বাক্সসহ সোনার অলংকার এবং পিতলের বাসন সহ বহু মূল্যবান সামগ্রী নিয়ে পালায় চোরের দল। সকাল বেলায় পুরোহিত পুজো করতে আসলে দেখে, মন্দিরের দরজা ভাঙ্গা। সঙ্গে সঙ্গে হাসনাবাদ থানায় খবর দিলে হাসনাবাদ থানার পুলিশ আসে এবং মন্দিরে গিয়ে তদন্ত শুরু করেছেন। পুলিশ মন্দিরের পুরোহিতের জিজ্ঞাসাবাদ শুরু করছে পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের গতিবিধি জানার চেষ্টা করছে। এলাকায় যেসব সিসি ক্যামেরার বসানো আছে সেই সব সিসি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।