টালিগঞ্জ আদর্শ সংহতি ক্লাবের উদ্যোগে “ইয়াস” বিধ্বস্ত পরিবারদেরকে ত্রাণ বিতরণ

নতুন গতি প্রতিবেদক : “ইয়াস” এর জেরে পাথরপ্রতিমা সহ সাগর ও দ্বীপ এলাকাগুলিতে চিন্তার কারণ হয়ে দাঁড়াল বাঁধভাঙা প্লাবন। ঘূর্ণিঝড়ের চেয়ে জলোচ্ছ্বাসই প্রধান প্রতিপক্ষ ছিল সুন্দরবনবাসীর।

    গত বৃহস্পতিবার দ: ২৪ পরগণার পাথরপ্রতিমা থানার অন্তর্গত, জেটি ঘাট সংলগ্ন এলকা ও দক্ষিণ শিবগঞ্জ গ্রামের ১৫০টি পরিবারের হতে রেশন সামগ্রী তুলে দেওয়া হয় আদর্শ সংহতি ক্লাবের পক্ষ থেকে।

    রেশন সামগ্রী মধ্যে ছিলো চাল, সোয়াবিন, চিড়া, মুড়ি, বিস্কুট, বাতাসা, ৫লিটার জল, ORS, Senitary Napkin ও মাস্ক।

    ক্লাবের সমস্ত সদস্যরা প্রবীণ থেকে নবীন সকলেই আন্তরিকতার সঙ্গে এই উদ্যোগে সামিল হন। তাদের মধ্যে কুন্তল ঘোষ, সুনন্দ রায়চৌধুরী, প্রতিম গোস্বামী, সায়ন সিনহা রায় ও অন্যান্যরা উক্ত স্থানে উপস্থিত থেকে পুরো কর্মসূচিটি সম্পন্ন করেন।

    উল্লেখ্য, ইয়াসের তাণ্ডবে এবং পূর্ণিমার ভরা কোটালের জলোচ্ছ্বাসে কাকদ্বীপ ব্লকের ১৫টি গ্রাম পঞ্চায়েত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে । বিশেষ করে গোপাল নগর, মহেন্দ্র নগর, গোবর্ধনপুর ইত্যাদি। নদীবাঁধের পাশেই ধানজমি, একবার নোনাজল ঢোকায় খেসারত গুনতে হবে কয়েক বছর।