|
---|
খান আরশাদ, বীরভূম: বীরভূমের রাজনগরে অবৈধ মদ তৈরির উপকরণসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রাজনগর থানার পুলিশ।
দীপাবলীর আগে ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকায় রাজনগর থানার পক্ষ থেকে প্রতিনিয়ত নাকা চেকিং চলছে। এই নাকা চেকিং চলাকালীনই অবৈধ মদ তৈরীর উপকরণ সহ এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে রাজনগর থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির কাছ থেকে প্রায় কুড়ি কিলো বাখর উদ্ধার করে রাজনগর থানার পুলিশ। এই বাখর বেআইনি মদ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই ব্যক্তি ঝাড়খন্ড থেকে এই বাখরগুলি আনছিল। রাজনগর ঢুকতেই পুলিশের হাতে ধরা পড়ে। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে রাজনগর থানার পুলিশ।