|
---|
মালদা: ইলেকট্রিকের শর্ট সার্কিট হয়ে আগুন ছড়ালো বাড়িতে। এলাকায় চাঞ্চল্য। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে ইংরেজবাজার শহরের বকুলতলা লেনে। এলাকার বাসিন্দা অভিজিৎ কুমার দাস এর বাড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। তবে দমকলের আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দারা । বাড়ির মালিক অভিজিৎ কুমার দাস জানান আজ সকালে তার ফ্রিজ খারাপ হয়ে যাওয়ার ফলে ফ্রিজের মিস্ত্রি ডাকা হয়। ফ্রিজ ঠিক করে চলে যাওয়ার পর। দুপুরবেলা ফ্রিজ চালানোর সময় হঠাৎই ফ্রিজের ভেতর থেকে আগুন ও কালো ধোঁয়া দেখতে পায় বাড়ির লোকেরা। আগুনের তীব্রতা বাড়তে থাকে এবং কালো ধোঁয়ায় চারধারে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসে তার বাড়িতে এলাকাবাসীর সহযোগিতায় জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর দেওয়া হয় হয় দমকল কর্মীদের। ইংরেজবাজার দমকল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ধরণী কান্ত পাল জানান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে। তবে বাড়ির আসবাবপত্র ও ফ্রিজ পুড়ে গেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।