|
---|
নিজস্ব সংবাদাতা, মুর্শিদাবাদ: আজ শনিবার সন্ধ্যা ছয়টা সময় কবাডি খেলার শুভ সূচনা করেন সাদি খাঁন দেয়ার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাবুল ইসলাম সহ ক্লাবের সদস্যরা মিলে।
এদিন প্রায় ২৫ টি টিম ডোমকল মহকুমার বিভিন্ন এলাকা থেকে খেলায় অংশগ্রহণ করেন।
এদিন ইট্রিফি বাবদ ২০১ টাকা জমা করে খেলার মাঠে প্রবেশ করেন খেলোয়াড়। মোট সাত জন করে খেলোয়াড় নিয়ে দুই দলের খেলা সম্পর্ন করেন দুই জন রেফারির নেতৃত্বে।
এদিন উপপ্রধান মহাবুল ইসলাম ও ক্লাবের সদস্যরা জানান যে আমাদের এই কবাডি খেলা প্রতিবছরের ন্যায় এবারও হচ্ছে।আমাদের মূল উদ্দেশ্য হলো যুব সমাজ কে মোবাইল গ্যাম থেকে দূরে সরিয়ে রাখার একটা প্রয়াস মাত্র।
এদিন খেলা কে ঘিরে গ্রাম বাংলার পুরুষের সঙ্গে মহিলারাও খেলা দেখতে ভিড় করেন খেলা প্রাঙ্গনে।কেও বা বাড়ির ছাদে বসে খেলা উপভোগ করেন এদিন।