|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- হাতে গোনা আর মাত্র কয়েক দিন, তারও পরেই বাঙালির শ্রেষ্ঠ আকর্ষনীয় খেলা ফুটবল, আগামী ১৭ই সেপ্টেম্বর রবিবার বিকাল ৪টায় জেলার মধ্যে এই প্রথম থ্যালাসেমিয়া রুগীদের সাহায্যে ডায়মন্ড হারবার এসডিও মাঠে আলিঙ্গন ক্লাবের উদ্যোগে আয়োজিত মোহন বাগান ও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা দীর্ঘদিন খেলেছিলেন সেই সব খেলোয়ারদের নিয়ে সম্প্রীতির এক আকর্ষনীয় ফুটবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। তারই আগে আজ খেলার শেষ লগ্নে শুক্রবার ডায়মন্ড হারবার বিভিন্ন এলাকায় মাইকিং করে চলছে প্রচার। পাশাপাশি এলাকার পথ চলতি মানুষ ও দোকান দারদের খুশির আমেজ তুঙ্গে। সেই নিয়ে আলিঙ্গন ক্লাবের সম্পাদক সাবির আহমেদ ও ক্রীড়া সম্পাদক বাকিবুল্লাহ সংবাদিকদের সামনে দর্শক ও ক্রিয়া প্রেমীদের কি বার্তা দিলেন। এবং এই খেলা নিয়ে এলাকার সর্বসাধারণ ক্রিয়া প্রেমী মানুষ কতটা আনন্দ ও উম্মাদনা তাদের কাছে থেকে শুনে নেবো। স্থানীয় সূত্রে জানা যায় ডায়মন্ড হারবার শহরের মধ্যে এই আলিঙ্গন ক্লাব, সামাজিক কাজ কর্মে সারা বছর নিয়োজিত থাকে এবং এলাকায় সর্বসাধারণ মানুষের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। থ্যালাসেমিয়া রুগীদের সাহায্যে এমন মহান উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার বহু মানুষ থেকে বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।