|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- রক্তদান জীবন দান,সবার করি আহ্বান,এই মূলমন্ত্র কে সামনে রেখে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে রক্তের অভাব দুর করতে এদিন ডায়মন্ড হারবার পারুলিয়া জয় ভারত ক্লাবের ব্যবস্থাপনায় থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রুগীদের প্রাণ বাঁচাতে তাদের রক্তের সংকট দুর করতে এক সেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এখানে উপস্তিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার ও যাদবপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমহিনী বিশ্বাস, ডায়মন্ড হারবার ১নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার সুপ্রিম সাহা,বিশিষ্ঠ সমাজ সেবী ডা: ইয়ার নবী গায়েন সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। এখানে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় দুইশত পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন। ক্লাবের এমন মহান উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার বহু বিশিষ্ট ব্যাক্তিরা।