জমি-বিবাদের জেরে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন!

নিজস্ব সংবাদদাতা : জমি সংক্রান্ত বিবাদের জের। এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। মৃত তৃণমূল কর্মীর নাম সিরাজুল মোল্লা বয়স ৩২। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকায়।স্থানীয় সূত্রে খবর, জমি দখলকে কেন্দ্র করে বিবাদের জেরেই এই খুন। ঘটনাটি ঘটেছেবসিরহাটের ১৬ নম্বর ওয়ার্ডের হরিশপুর চরপাড়া এলাকায়। অভিযোগ, গত ৮ দিন আগে তৃণমূল কর্মী সিরাজুল মোল্লা তার জমিতে বাড়ি করার জন্য ভিত খোড়া হয়। কিন্তু এলাকার কিছু তৃণমূলের লোকজন সেই জমিতে তৃণমূলের পতাকা লাগিয়ে দিয়ে দখল করার চেষ্টা করে।সিরাজুল সেই তৃণমূলের পতাকা তুলতে গেলে তাঁকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সিরাজুল। এরপর পরিবারের লোকজন এবং স্থানীয়রা সিরাজুলকে উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতাল নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মধ্যমগ্রামের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। গতকাল রাতে সিরাজুলের মৃত্যু হয়।স্থানীয় বাসিন্দা ফিরোজ ও রবিউল নামে দু’জনের বিরুদ্ধে অভিযোগ। বসিরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে পরিবারের তরফে। যদিও ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্ময় দফাদার জানান, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নি। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তিনি জানান, পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক যে দলেরই হোক তারা সাজা পাক।মৃত যুবকের মা নুরুন্নাহার খাতুন ঢালি জানান, তাঁদের পারিবারিক জমিতে জোর করে তৃণমূলের একটা গোষ্ঠী দখল করে পতাকা লাগিয়ে দেওয়া হয়। পার্টি অফিস করার চেষ্টা করছিল কিছু লোকজন। তিনি বলেন, ‘আমার ছেলেও তৃণমূল করে। কিন্তু জোর করে পার্টি অফিস করার প্রতিবাদ করলে ওকে বেধড়ক মারধর করা হয়।’ তাঁর কথায়, সরকারি আবাস যোজনার ঘরের জন্য তাঁরা সেই জমিতে ঘর করতে চাইছিলেন। মৃতের স্ত্রী শাহনাজ বিবি জানান, সরকারি ঘর পেয়েছি কিন্তু সেই ঘরে আমাদের আর থাকা হল না। আমার একটি সন্তান রয়েছে, তাঁকে নিয়ে আমি এবার কোথায় যাব? গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।