সাগরে ট্রলারডুবি, অল্পের জন‍্য রক্ষা পেল মৎসজীবিরা

নতুন গতি ওয়েব: মাছ ধরতে গিয়ে হ‍ঠাৎই ফুটো হয়ে গেল ট্রলারের পাটাতন। এর ফলে হুহু করে জল ঢুকতে শুরু করে ট্রলারটিতে। ঘটনাটি সাগরের হাতিপিটিয়ার। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রলারের মাঝি এবং মৎস্যজীবীরা। তাঁদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনায় পড়া ট্রলারটির নাম ‘এফবি মা অন্নপূর্ণা’। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাগরের মহিষামারি হাতিপিটিয়া এলাকা থেকে চার জন মৎস্যজীবীকে নিয়ে মাছ ধরতে গিয়েছিল ওই ট্রলারটি। বিকেল বেলা হুগলি নদীতে মাছ ধরার সময় আচমকা ট্রলারের পাটাতন ফুটো হয়ে জল ঢুকতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে ট্রলারের মাঝি এবং মৎস্যজীবীরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। সেই সময়ই কিছুটা দূরে, ‘এফবি মা তারা’ নামে একটি ট্রলার মাছ ধরছিল। বিপদ বুঝে তারা এগিয়ে যায়। এর পর ট্রলারটি থেকে সকলকে উদ্ধার করা হয়।