|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলীর জালাবেরিয়া সাত নম্বর গ্রামে রোটারী ক্লাব অফ ক্যালকাটা হারমনি পক্ষ থেকে এলাকার মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেয়া হলো। যেখানে এলাকার গৃহ বধূসহ তেরো থেকে আঠারো বছরের কিশোরীদের মার্শাল আর্ট মাধ্যমে আত্মরক্ষা ও সচেতনতার পাঠ শেখানো হয়। নিজেকে ও পরিবারকে রক্ষা করার যে কলাকৌশল বিশেষ করে গাঙ্গেয় সুন্দরবন এলাকায় এমন ধরনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হওয়ায়, পিছিয়ে পড়া এলাকাবাসী বেজায় খুশি। বিশেষত এই এলাকায় এই রকমের শিবির সচরাচর দেখা মেলা ভার। এই মুহূর্তে র উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানায় । পিছিয়ে পড়া সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত গ্রাম গুলিতে যেভাবে একের পর এক কিশোর কিশোরীরা বিপথগামী হচ্ছে, মূল স্রোত থেকেই দুষ্কর্মের সম্মুখীন হতে হচ্ছে । বিশেষ করে তাদেরকে আত্মরক্ষার সুকৌশল শেখালেন রোটারী ক্লাব অব হারমনির পক্ষ থেকে। এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন কুলতলী বিধানসভার বিধায়ক এর প্রতিনিধি দল সহ জালাবেরিয়া অঞ্চল প্রধান অসীম হালদার আবুবক্কর সরদার,পদ্মরানী হালদার, এবং রটারি ক্লাব অফ ক্যালকাটা হারমনির বনশ্রী পোদ্দার, উৎপল চক্রবর্তী, রুপানজন মুখার্জি, পিনাকী রঞ্জন বোস, আয়োজক প্রহ্লাদ হালদার।