জয়েন ফোরামের উদ্যোগে পশ্চিমবঙ্গের জেলা গুলির স্বাস্থ্য দপ্তরে স্মারকলিপি জমা

হাসান লস্কর বাবলু : পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের আশাকর্মী সহ 1st এন্ড 2nd ANM NHM বিভিন্ন স্টাফ এর সমন্বয়ে জেলা গুলির মধ্যে চব্বিশ পরগনা,উত্তর,দক্ষিণ,হাওড়া,হুগলি, নদীয়া,বীরভূম, বর্ধমান পূর্ব,পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম, দার্জিলিং,সহ বেশ কয়েকটি জেলা, ডি এম ও সি এম ও এইচ দপ্তরে স্মারকলিপি জমা করলেন গ্রাসরুট লেভেলের কর্মীরা। কর্মস্থলে যেভাবে লাঞ্ছিত অপমানিত, শারীরিক ও মানসিক হেনস্তার শিকার হতে হচ্ছে। আশা কর্মীদের সার্বিক সুরক্ষায় স্বাস্থ্য দপ্তরের নজর দেওয়া। জয়েন ফোরামের মূলত দাবি গুলি সরকারকে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিনের যোগান দেওয়া। কর্মক্ষেত্রে হেনস্তার শিকার হতে হচ্ছে তার দিকে সরকারের দৃষ্টি দেওয়া এবং কোভিড কালে কাজের বেতন ঠিকমত না পাওয়ার জন্য তার ব্যবস্থা করা। গ্রাসরুট লেভেলের স্বাস্থ্যকর্মীদের পরিবারের সদস্যদের ভ্যাকসিন এর ব্যবস্থা করা। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগন জয়েন ফোরাম- গ্রাস রুট লেভেলের কর্মীদের দাবিগুলি মনোযোগ সহকারে শোনেন এবং এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি জানাবেন। আগামী দিনে এই সমস্ত কর্মীদের দাবি মান্যতা দেবেন এমনই আশা তাদের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন ।