|
---|
নিজস্ব প্রতিবেদক:- আইপিএল-এ সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবলের ষষ্ঠ স্থানে রয়েছে কেকেআর। অপর দিকে, পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে রান রেটের বিচারে পঞ্চম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচ, যে দল জিতবে সেই দলই লিগ টেবলের উপরের দিকে থাকার দৌড়ে অনেকখানি এগিয়ে যাবে। কলকাতা বনাম রাজস্থান ম্যাচে তৈরি হতে পারে একাধিক মাইলস্টোন, নজর রাখুন সেগুলির দিকে।এই ম্যাচে টি-২০ কেরিয়ারে পাঁচ হাজার রান পূর্ণ করতে পারেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আর ৪৯ রান করলে পাঁচ হাজার রান পূর্ণ করতে পারবেন স্যামসন।এই ম্যাচে এক দারুণ নজিরের সামনে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম তারকা সুনীল নারিন। রাজস্থানের বিরুদ্ধে তিন উইকেট পেলে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএল-এ দেড়শো উইকেটের মালিক হবেন নারিন।বিশ্বের সেরা টি-২০ লিগে এক হাজার রানের দোর গোড়ায় দাঁড়িয়ে দেবদত্ত পাডিকল। আর দুই রান করলে আইপিএল কেরিয়ারে ১০০০ রান পূর্ণ করবেন তিনি।গত ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন নীতীশ রানা। এই ম্যাচে ৫৭ রান করলে আইপিএল কেরিয়ারে ২০০০ রান পূর্ণ করবেন এই বাম হাতি ক্রিকেটার।দু’টি চার মারলে আইপিএল কেরিয়ারে ৫০টি চার মারার নজির গড়বেন ভেঙ্কটেশ আইয়ার। একই সঙ্গে টি-২০ ক্রিকেটে ১৫০টি চার মারার নজির গড়বেন তিনি। আটটি চার হাঁকালে আইপিএল-এ ২৫০টি চারের মালিক হবেন সঞ্জু স্যামসন। চারটি চার মারলে আইপিএল-এ পঞ্চশটি চার মারার নজির স্পর্শ করবেন সিমরণ হেটমায়ার।