|
---|
নিজস্ব সংবাদদাতা : বাংলাপক্ষ হুগলী জেলার উদ্যোগে রিষড়া বারুজীবীতে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে পথসভা হল। বাংলাপক্ষর দাবি পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে ১০০% ও বেসরকারি চাকরিতে ৯০% ভূমিপুত্র সংরক্ষণ। এই পথসভায় উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষপরিষদ সদস্য কৌশিক মাইতি, মনন মন্ডল, ছাত্রপক্ষের রণ, হুগলী জেলার সম্পাদক দর্পন ঘোষ, দপ্তর সম্পাদক সুমন ব্যানার্জী সহ বিভিন্ন সদস্যরা।
এই পথসভা থেকে বাংলাপক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় দাবি তুললেন বাংলার প্রতিটি চাকরি, ব্যবসা, টেন্ডার, অটো লাইন, টোটো লাইন, লাইসেন্স সব ভূমিপুত্রদের চাই। বাংলার জন প্রতিনিধিত্ব বাঙালির হাতে রাখতে হবে।
শীর্ষপরিষদ সদস্য কৌশিক মাইতি বলেন আগামী কয়েক বছরের মধ্যে বাংলাপক্ষ ভূমিপুত্র সংরক্ষণ করিয়ে ছাড়বে। এর জন্য সারা বাংলা জুড়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।
বাংলা পক্ষ হুগলি জেলার দপ্তর সম্পাদক সুমন ব্যানার্জি বললেন গঙ্গার দুপার বহিরাগতদের দ্বারা দখল হয়ে যাচ্ছে তা পুনর দখল করতে হবে।
হুগলি জেলা সদস্য রাহুল গুপ্ত বললেন বাংলা ভাগের চক্রান্ত যারা করবে তাদের বাংলা ছাড়া করবে বাংলা পক্ষ
সপ্তগ্রাম বিধানসভার প্রতিনিধি এবং হুগলি জেলা সদস্য অভিষেক পাল জানালেন বাংলা ভাষার অপমান মানে মায়ের ভাষার অপমান বাংলা পক্ষ এটা মানবে না, যেখানে বাংলা ভাষার অপমান হবে মায়ের ভাষার অপমান হবে বাংলা পক্ষ রুখে দাঁড়াবে।
হুগলী জেলা সম্পাদক দর্পন ঘোষ বলেন বাংলার বিভিন্ন অঞ্চলে ক্রমশঃ বহিরাগতদের আধিপত্য বাড়ছে আর এই অঞ্চলে গুলো দাঙ্গা প্রবন হয়ে উঠছে এটা আটকাতে হবে। বাংলা পুঁজি, ব্যবসার দখল বাঙালিকে নিতে হবে।
শীর্ষপরিষদ সদস্য মনন মন্ডল বলেন বাংলার সমস্ত সরকারি চাকরিতে ভূমিপুত্র সংরক্ষণ চাই। বাংলার সমস্ত চাকরির পরীক্ষা বাংলা ভাষার পেপারের পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে কারণ বাংলার চাকরিগুলো বাংলা ছেলেমেয়েদের বহিরাগতদের নয়।
এছাড়াও বাংলাপক্ষের সদস্যরা জানালেন ভূমি পুত্র সংরক্ষণের দাবিতে সারা বাংলা জুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। বাংলার কাজ বাংলার ভূমিপুত্রদের চাই, বাংলার কাজ বাঙালির বহিরাগতদের নয়।