|
---|
নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গে অবিলম্বে সেভ এক্সেল লোড চালুর দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘটের ডাক দিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল অপারেটর অ্যাসোসিয়েশন। এই মর্মে রবিবার এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে। জেলার বিভিন্ন ট্রাক ইউনিয়ন এবং রপ্তানিকারকদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই বৈঠকের। উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, ট্রাফিক ডিএসপি শুভতোষ সরকার,
ট্রাফিক ওসি তরুণ সাহা সহ অন্যান্যরা। বৈঠক শেষে জেলার ব্যবসায়ী নেতা উজ্জল সাহা জানান, আগামীকাল থেকে রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই মর্মে আজ এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের যে দাবি দাওয়া তা পূরণের আশ্বাস দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। তিনি আরো জানান পশ্চিমবঙ্গে অবিলম্বে সেভ এক্সেল লোড চালুর দাবি, ট্রাক মালিকদের বিভিন্ন সমস্যা সহ একাধিক দাবিতে আগামীকাল থেকে তাদের এই ধর্মঘটের ডাক।