অবশেষে ঝোঁপে বৃষ্টি নামল শহরে, বাজ পড়ে মারা গিয়েছেন ৬ জন

নতুন গতি নিউজ ডেস্ক: সকাল থেকে তীব্র রোদ আর অস্বস্তিকর গরম থেকে অবশেষে মুক্তি, আকাশ কালো করে ঝোঁপে বৃষ্টি নামল শহরে। দুপুর থেকেই মেঘ করতে শুরু করেছিল। আবহাওয়া দফতরও সকালে পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাস সত্যি করেই বৃষ্টি নামল শহরে। দুই ২৪ পরগনাতেও বৃষ্টি শুরু হয়েছে। তার সঙ্গে চলছে বজ্রপাত। ইতিমধ্যেই রাজ্যের দুটি পৃথক জায়গায় বাজ পড়ে মারা গিয়েছেন ৬ জন।

    উত্তর বঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। উত্তরের ৬ জেলায় গতকাল থেকেই মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠেছিল। তার জেরে বৃষ্টি শুরু হয়েছে ৬ জেলায়। দার্জিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, দুই দিনাজপুরে আজও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া বর্ষার বৃষ্টি তো চলবেই। তবে দক্ষিণ বঙ্গে এখনও ঢোকেনি বর্ষা।

    সকালেই হাওয়া অফিস জানিয়েছিল আজ বিকেলে বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সেই মতোই ঝেঁপে নামল বৃষ্টি। দুপুর থেকেই মেঘ মেঘ করছিল। তার সঙ্গে প্রবল গরম আর অস্বস্তি। হঠাৎ করে বিকেল পড়তেই আকাশ কালো করে বৃষ্টি নামে। শহর কলকাতা ও সংলগ্ন দুই ২৪ পরগনায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। তার সঙ্গে চলছে প্রবল বজ্রপাত।

    প্রবল বর্ষণের সঙ্গে চলছে বজ্রপাতও। ইতিমধ্যেই রাজ্যে বাজ পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। রঘুনাথ গঞ্জে বাজ পড়ে মারা গিয়েছেন ৫ জন। অন্যদিকে হুগলির পোলবায় বাজ পড়ে মারা গিয়েছেন ১ জন। বাজ পড়ার সঙ্গে সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। সামনেই আবার নিম্নচাপ এবং বান রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।