গনভাইফোঁটা অনুষ্ঠান করে নতুন বার্তা দিল জাঙ্গিপাড়া

বাদশা সেখ, হুগলী : ভাতৃদ্বিতীয়ার পূণ্যলগ্নে, সম্প্রীতির মেলবন্ধন গড়ে তুলতে, প্রতিটি পরিবারে ভাই বোনের মধ্যে ভালোবাসার বন্ধন গড়ে তোলার আজ নতুন বার্তা দিল জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েত।

    জাঙ্গীপাড়া গ্রাম পঞ্চায়েত ও শতবীনা সংঘের যৌথ উদ্যোগে প্রতিটি বুথে বুথে – জাঙ্গীপাড়া পঞ্চায়েতের উপপ্রধান অরিন্দম মুখার্জি ওরফে রাজুর উদ্যোগে এবং পঞ্চায়েত প্রধান পিঙ্কয়া দলুইয়ের নেতৃত্বে গনভাইফোঁটা অনুষ্ঠিত হল।
    জাঙ্গীপাড়ার বুকে এই প্রথমবার গণ ভাইফোঁটা অনুষ্ঠান করে নতুন নজির সৃষ্টি করলো তৃণমূল কংগ্রেস পরিচালিত জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েত। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সার্বিক ভাবে প্রায় হাজার ছয়েক মানুষ অংশগ্রহণ করে বলে জানান উপ প্রধান অরিন্দম মুখার্জি। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

    বুধবার সকাল থেকে শুরু এই গণভাইফোঁটা অনুষ্ঠান। জাঙ্গীপাড়া বাজার সহ জাঙ্গীপাড়া পঞ্চায়েতের প্রতিটি বুথে বুথে, তৃণমূল কংগ্রেসের কর্মী ও মহিলাদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া পথ চলতি মানুষকে ফোঁটা দিয়ে মিষ্টি মুখ করানো হয়। এক‌ই সঙ্গে জাঙ্গীপাড়া থানা গিয়েও পুলিশ কর্মীদের ফোঁটা দেওয়া হয়। জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান অরিন্দম মুখার্জি ওরফে রাজুর উদ্যোগে, আজকের এই গণভাইফোঁটা অনুষ্ঠান বাসন্তি বাগ, মহাময়া অধিকারী, মন্দিরা মালিক, মৌমিতা মিশ্র, সর্বানি মাঝি, শ্যামলী দত্তের সহযোগিতায় অনুষ্ঠান সার্বিকভাবে সফল হয়।