|
---|
সেখ আব্দুল আজিম : মন্ত্রী বেচারাম মান্না তথা হুগলির জেলার সিঙ্গুর বিধানসভার বিধায়ক বেচারাম মান্নার সিঙ্গুরের রতনপুরের বাড়ীতে বোনেরা ভাই ফোটা দিলেন। আজ রাজ্যের কৃষিজ বিপণন এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী বেচারাম মান্নার বাড়িতে তাঁর সাত দিদির মধ্যে ছয়জন দিদি (এক দিদি গত হয়েছেন) সহ আরো খুরতুতো দুই দিদি ভাইফোঁটা দেন। মন্ত্রী প্রত্যেকে দিদির হাতে উপহার তুলে দেন এবং দিদিরাও ভাইকে আশীর্বাদ করার পাশাপাশি মন্ত্রী ভাইয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
ছবি : প্রবীর বসু।