|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ১৪ নভেম্বর বর্তমানে অনুষ্ঠিত হলো অভিনব ভাইফোঁটা ও শিশু দিবস। ১৫ নভেম্বর ভাইফোঁটা। ভাই ফোঁটার প্রাক্কালে বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড় ম্যালেরিয়া অফিস কালি বাড়ির কাছে এই অভিনব ভাইফোঁটা প্রত্যক্ষ করতে শত শত মানুষ সমবেত হন। জাতি ধর্ম নির্বিশেষে দুস্থ অক্ষম এবং বেশ কিছু বাচ্চা ও সিভিক ভলেন্টিয়ারদের সংস্থার সদস্য ও সদস্যরা বরণ করে নেন। ভাই ফোঁটার নিয়ম মেনে বোনেরা ফোঁটা দিল ভাইদের কপালে ও উপহারস্বরূপ বোনেদের হাতে তুলে দেওয়া হল শাড়ি। ভাইদের উপহার হিসেবে দেয়া হলো মশারি যা ডেঙ্গুর হাত থেকে পরিবারকে রক্ষা করতে সাহায্য করবে। ভ্রাতি দ্বিতীয়ার সঙ্গে সঙ্গে ৩০ জন শিশুদের নিয়ে শিশু দিবস। দুপুরে বিনামূল্যের মধ্যাহ্ন ভোজের মেনুতে ছিল ভাত বেগুনি ভাজা বিউলির ডাল পোস্ত মুরগির মাংস পনির চাটনি পাপড় রসগোল্লা। বস্তির বাচ্চাদের এক থালায় খাবার প্রবণতা লক্ষ্য করা যায়। তাই সংক্রামক রোগ প্রতিরোধ করতে বাচ্চাদের তুলে দেওয়া হলো নতুন থালা। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে আমরা মানুষ এই পরিচয় পালন করলাম। সৌভ্রাতৃত্বের এই উৎসবে উপস্থিত ছিলেন সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম, সুদীপ মন্ডল, ঐন্দ্রিলা সাধুখাঁ, মনীষা মন্ডল, শিল্পা অধিকারী, অয়ন মাঝি, স্নিগ্ধ দাস প্রমুখ।