হজযাত্রা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হলো

সম্প্রীতি মোল্লা : জামিয়াতুল আয়মা ওয়াল উলামা, ইমাম ও উলামা পরিষদ ভাতার শাখার পরিচালনায় এবং বলগোনা তাজ এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির ও এ এম  ইসলামিক মডেল স্কুলে আয়োজনে হজ, ওয়াকফ এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ের ওপর সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় । ভাতার থানার অন্তর্গত সমস্ত ইমাম, মুয়াজ্জিন সাহেবদের নিয়ে আগামী ২০২৪ এ যারা হজে যেতে ইচ্ছুক তাদের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আবেদন করা হয় । জাস্টিস আব্দুল গনি সাহেব চেয়ারম্যান , ওয়াকফ বোর্ড টেলিফোনের মাধ্যমে উপস্থিত ইমাম সাহেবের বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। তার মধ্যে অন্যতম হলো ভাতা বৃদ্ধি , ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য ব্যবস্থাপনা ইত্যাদি । ওয়াকফ সমাপ্তির পুনরুদ্ধার করার জন্য কি কি বিষয় অবলম্বন করা উচিত সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই দিনের অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির অফিসে কর্মরত আবুল হোসেন মন্ডল, পূর্ব বর্ধমান জেলার মাইনরিটি অফিসের আউকাফ ইন্সপেক্টর মানজারুল ইসলাম, হজ ট্রেনার মুফতি নেয়ামতুল্লাহ, বর্ধমান আঞ্জুমান হুজ্জাজ ওয়েলফেয়ার কমিটির সম্পাদক তথা পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির হজ ট্রেনার আলহাজ্ব নায়ার আলম, পূর্ব বর্ধমান জেলার জেলা ইমাম প্রতিনিধি শামসের আলম, এ এম ইসলামিক মডেল স্কুলের প্রিন্সিপাল কাজী ইনামুল হক সাহেব সহ ভাতারের বিভিন্ন এলাকার ইমাম ও মোয়াজ্জিনগণ।