|
---|
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের মঙ্গলপাড়া গ্রামে একদিনের নকআউট ফুটবল প্রতিযোগিতা হলো বৃহস্পতিবার । মঙ্গলপাড়া আমরা নবীন স্পোর্টিং ক্লাব তারা প্রতিবছরই প্রতিবেশী এলাকাসহ পাশাপাশি জেলার ফুটবল দলগুলোকে নিয়ে প্রতিবছর এই ধরনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে থাকে । এই বছর ক্লাবের এই ফুটবল প্রতিযোগিতা অষ্টম বর্ষে পদার্পণ করল । এই বছরের ফুটবল প্রতিযোগিতা উৎসর্গীকৃত করা হয়েছিল এলাকার বিশিষ্ট গুণীজন প্রয়াত গৌরীশংকর কোলে ও সদ্য প্রয়াত বিশিষ্ট সমাজসেবী অশোককুমার কোলের স্মৃতির উদ্দেশ্যে ।একদিনের এই নকআউট ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করেছিল । ফাইনাল খেলায় টাইব্রেকারে গোয়ালতোড় একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঘাগরা স্পোটিং ক্লাব। ফাইনালে বিজয়ী দলকে নগদ ৫০০০ টাকা ও সুদৃশ্য ট্রফি এবং বিজিত দলকে নগদ ৪০০০ টাকা ও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় । এছাড়াও সেরা ফুটবলারদের জন্য বেশ কিছু আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা ছিল আয়োজক ক্লাবের পক্ষ থেকে। সেমিফাইনাল ও ফাইনাল খেলাতে প্রতিবেশী রাজ্যের থেকে আগত বেশকিছু ফুটবলার অংশগ্রহণ করেন ।চন্দ্রকোনা রোডের মঙ্গলপাড়া গ্রামের এই খেলাতে বৃষ্টিকে উপেক্ষা করে ফুটবল প্রেমী দর্শকদের ভিড় ছিল যথেষ্ট ।
একদিনের এই নকআউট ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন গড়বেতা কলেজের অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার । তিনি বলেন, “একদিকে প্রাকৃতিক দুর্যোগ আর অন্যদিকে অতিমারি করোনার সংক্রমণ এই দুই কে উপেক্ষা করে প্রতিযোগিতামূলক শরীরচর্চার অন্যতম উপাদান ফুটবল খেলার আয়োজন যথেষ্টই তাৎপর্যপূর্ণ ” । দর্শকদের ভালবাসায় আপ্লুত ড: সরকার । এছাড়াও উপস্থিত ছিলেন গড়বেতা তিন নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই রতন বন্দোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা অঞ্জনা মাহাতো । কোলে পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ছিলেন নিমাই কোলে, সুকুমার কোলেরা । আয়োজক সংস্থা আমরা নবীন স্পোর্টিং ক্লাবের তরফে পলাশ হালদার ও রাজু হাতি বলেন “এখনকার ছেলেদের অনেকেই খেলাধুলা ভুলে মোবাইলে ডুবে থাকছে । যুব সমাজকে নতুন উদ্যমে মাঠে ফিরিয়ে আনা, নেশা মুক্ত সমাজ গড়ে তোলা, কিশোর-কিশোরীদের মধ্যে খেলাধুলার প্রবণতা বৃদ্ধির জন্যই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন ।”