তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রক্তদান উৎসব ও বস্ত্র বিতরণ কর্মসূচি গড়বেতায়

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, মেদিনীপুর: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির গড়বেতা 2 চক্রের উদ্যোগে থ্যালাসেমিয়া রোগীদের রক্তের চাহিদা মেটাতে রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো মানিকদ্বীপা প্রাথমিক বিদ্যালয়ে। এদিন ০২জন মহিলা সহ মোট ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সহ-সভাপতি পলাশ সাধুখাঁ , সংগঠনের জেলা সভাপতি অনিমেষ দে , সংগঠনের জেলা কমিটির চেয়ারম্যান শান্তনু দে , সংগঠনের রাজ্য কমিটির সদস্য সৌমেন ঘোষ ,গড়বেতা 2 নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর চক্রবর্তী , জেলা পরিষদ সদস্য চন্দন সাহা , সংগঠনের জেলা নেতৃত্ব গোলাম মোর্তজা, দেবাশীষ মণ্ডল, সহিদুল মণ্ডল, মানস বাঁকুড়া, শিবপ্রসাদ সামন্ত,সেক আশেকুল রহমান সহ অন্যান্য নেতৃত্ব।

    এছাড়াও এদিন রক্তদান উৎসবের মঞ্চ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শতাধিক দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।

    উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ গড়বেতা ২ চক্রের শিক্ষক রাজু বিশুই, শিক্ষক তাপস মাসান্ত সহ চক্রের সকল শিক্ষক শিক্ষিকাগণকে এইরকম সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।