দীর্ঘ 9 বছর পর ঘরের ছেলে সুশান্ত ঘোষ ঘরে ফিরলেন গড়বেতায়

নিজস্ব প্রতিবেদক, গড়বেতা: টাইগার ইজ কাম ব্যাক। দীর্ঘ ৯ বছর পর ঘরের ছেলে ঘরে ফিরলেন। সুপ্রিম কোর্টের অনুমতিক্রমে অবশেষে নিজের গড় গড়বেতায় পা রাখলেন সিপিআইএম নেতা প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ।কর্মী, সমর্থকদের প্রবল উচ্ছ্বাস, উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ঘরের ছেলেকে ঘরে ফেরাতে সঙ্গী হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। লাল পতাকায় ছয়লাপ চারদিক। গড়বেতায় সুশান্ত ঘোষের ফেরা নিশ্চিত হতেই স্লোগান উঠেছিল, ‘দ্যা টাইগার ইজ ব্যাক।’ এদিন লাল পতাকায় মোড়া রাস্তাঘাট কার্যত সেই গর্জনকেই প্রতিধ্বনিত হতে দেখল।

    প্রসঙ্গত, কঙ্কালকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন এক সময়ের দাপুটে নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। জামিন পেলেও আদালতের নির্দেশে জেলায় এমনকি নিজের কেন্দ্র গড়বেতাতেও ঢোকার অনুমতি পাননি। সুপ্রিমকোর্টে গিয়ে স্বস্তি মিলেছে। সেই নিষেধাজ্ঞা উঠেছে। গড়বেতায় ফেরা নিশ্চিত হতেই সুশাল ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ফের লাল পতাকা হাতেই মাঠে নামবেন। দল যা নির্দেশ দেবে, তা পালন করবেন।