|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ২০২৪ এর লোকসভা নির্বাচন এখনও বেশ দূরে৷ কিন্তু তার আগেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি৷ বিজেপি’র বিজয় রথ রুখতে বিরোধী দলগুলির জোটবদ্ধ হওয়ার জল্পনাও ক্রমশ জোড়াল হচ্ছে৷ যাঁর নেতৃত্বে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনেকেই মনে করছেন এর নেপথ্য কুশীলব হিসাবে দেখা যাবে সেই প্রশান্ত কিশোরকে৷ কারণ ইতিমধ্যে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকও সেরেছেন তিনি৷ রাজনীতির কারবারিরা যখন তৃতীয় ফ্রন্টের জল্পনা দেখছেন, সেই সময় বোমা ফাটালেন পিকে৷ বললেন, তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট বিজেপিকে রুখতে পারবে না৷ এমনটাই তাঁর বিশ্বাস৷
প্রসঙ্গত, সোমবার দ্বিতীয়বার শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক সেরেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর৷ আর এর পরেই ১৫টি বিজেপি বিরোধী দল নিয়ে দিল্লির বাসভবনে বৈঠকে বসতে চলেছেন শরদ পাওয়ার৷ এর পিছনে অনেকেই পিকে’র মস্তিষ্ক দেখছিলেন৷ তবে নিজেকে এই বৈঠক থেকে দূরেই সরিয়ে রাখলেন তিনি৷ তাঁর সাফ কথা, ‘রাষ্ট্র মঞ্চের বৈঠকের সঙ্গে শরদ পাওয়ারের সঙ্গে আমার বৈঠকের কোনও সম্পর্ক নেই৷’’ বরং এনসিপি সুপ্রিমোর সঙ্গে তাঁর বৈঠক প্রসঙ্গে পিকে’র বক্তব্য, ‘‘এর আগে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়নি৷ তাই একে অপরকে জানাতেই এই বৈঠক৷ তবে রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে৷ কী ভাবে বিজেপি বিরোধী লড়াই চালানো হবে, সে বিষয়েও আলোচনা হয়েছে৷ তবে তৃতীয় ফ্রন্ট নিয়ে আলোচনা হয়নি৷ এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছি না৷ কারণ এই ধরণের ফ্রন্টে আমি বিশ্বাসী নই৷’’
পিকে মনে করেন তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট গড়ে বিজেপি’কে রোখা যাবে না৷ কিন্তু শরদ পাওয়ারের সঙ্গে তাঁর বৈঠকের পর থেকেই ২০২৪-এর লোকসভা ভোট নিয়ে জোট জল্পনা শুরু হয়েছে৷ তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন উভয়েই৷