বামফ্রন্ট সমর্থিত বিশ্বজিৎ সাউয়ের সমর্থনে মেদিনীপুরে জনসভা

মেদিনীপুর: মেদিনীপুরে বাম সমর্থিত নির্দল প্রার্থীর সমর্থনে পথসভা……… বামফ্রন্ট সমর্থিত তরুণ নির্দল প্রার্থী শিক্ষক বিশ্বজিৎ সাউ এর সমর্থনে একটি জনসভা অনুষ্ঠিত হয় মেদিনীপুর পুরসভার 19 No ওয়ার্ড এর লায়েক এর চকে।এই জনসভায় সভাপতিত্ব করেন বামফ্রন্ট এর পক্ষে প্রণব চক্রবর্তী ( জেমু দা )।সভায় বক্তব্য রাখেন সিপিআই এর বিমল ভট্টাচার্য্য,তপন গাঙ্গুলি, সিপিআই(এম) এর পক্ষে প্রাক্তন DYFI এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাপস সিনহা।বক্তারা প্রত্যেকেই কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন।

    সকালেই রাজ্যের কর্মসংস্থান হীনতা, শিল্পের কঙ্কাল চেহারা,নুতন কোনো শিল্প হয়নি এই তৃণমূল সরকারের আমলে।তৎকালীন বামফ্রন্টের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু বলেছিলেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যত। এই তৃণমূল জিন্দাল ইস্পাত কারখানা করতে দেয়নি, টাটা দের nano কারখানা মমতা ব্যানার্জীর ধানস্ত্বক আন্দোলনের ফলে উদ্বোধনের শেষ মুহূর্তে রাজ্য ছাড়তে বাধ্য হয়েছে।

    প্রত্যেক বছর বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সরকারী খরচে কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু নুতন কোনো শিল্পপতি বিনিয়োগ করতে ভরসা রাখতে পারছেন না এই তৃণমূল সরকার ওপর।ফলে রাজ্যে ঘরে ঘরে দিনের পার দিন বেকারের সংখ্যা পাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার করে 500/-/ 1000/- দিয়ে এই সব সমস্যার স্থায়ী সমাধান নয়। নন্দীগ্রামে chemical hub হলে, জিন্দাল, Tata দের nano কারখানা হলে ঘরে ঘরে এই বেকার থাকতো না।TET পরীক্ষা হচ্ছে না,নতুন চাকরী হচ্ছে না,কি সরকারী – বেসরকারি। শুধু সবকিছু তেই এই সরকার কাটমানি , কি বালি খাদান, কি 100 দিনের কাজ সব কিছু তেই।

    তাপস বাবু তার দীর্ঘক্ষণ এর বক্তব্যে বিভিন্ন পরিসংখ্যান দিয়ে বর্তমান রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন এবং এই পৌরসভা নির্বাচনে স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত পৌর প্রশাসন গড়তে 19 No ওয়ার্ড এর বামফ্রন্ট সমর্থিত তরুণ নির্দল প্রার্থী শিক্ষক,সমাজকর্মী, ঘরের ছেলে,কাজের ছেলে ,দীর্ঘদিন বিভিন্ন সমাজসেবা মূলক কাজে যুক্ত এলাকার সকলের পরিচিত বিশ্বজিৎ সাউ কে উদীয়মান সূর্য চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তাপস বাবু সহ সমস্ত বামফ্রন্ট নেতৃত্ব।