মেমারি বিষয় পাড়া সাবানের কারখানায় আগুন রাজ্য 9 February 2021 by নতুন গতি নূর আহমেদ : ৮ফেব্রুয়ারি,সোমবার, মেমারি বিষয় পাড়া একটি সাবানের কারখানায় গভীর রাতে আগুন লাগে । দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । তবে খয় ক্ষতি পরিমান ভালোই হয়েছে বলে জানা যায় । আগুন কিভাবে লাগলো সেটা এখনো জানা যায়নি।