|
---|
নতুন গতি প্রতিবেদক, মালদা: আপাতত মালদহ জেলা ভাগ করা হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় মালদহে প্রশাসনিক বৈঠক করতে এসে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসে নেতাদের সঙ্গে একটি জরুরী বৈঠক করেন। সেখানে আলোচনা প্রসঙ্গে জেলা ভাগের বিষয়টি উঠলে মুখ্যমন্ত্রী বলেন জেলা ভাগের বিষয়টি আপাতত বন্ধ থাকছে। উল্লেখ্য মালদহ জেলাকে ভাগ করে দুটি পৃথক পুলিশ জেলা করার পরিকল্পনা নিয়ে ছিল রাজ্য সরকার। মালদহর চাঁচল মহকুমাকে কেন্দ্র করে চাঁচল পুলিশ জেলা। এবং মালদহ সদর মহকুমাকে নিয়ে মালদা পুলিশ জেলা গঠন করা হবে। চাঁচল পুলিশ জেলার মধ্যে থাকার কথা ছিল হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া, পুকুরিয়া,মানিকচক,ভুতনি,গাজোল এই ৭টি থানা। অপর দিকে মালদহ পুলিশ জেলার মধ্যে থাকার কথা ছিল বৈষ্ণবনগর, কালিয়াচক, মোথাবাড়ি,ইংরেজ বাজার,মালদা,হবিবপুর,বামনগোলা এবং মালদা মহিলা থানা। কিন্তু মানিকচক এবং গাজোলের লোকেরা আপত্তি করে। এই দুই থানা এলাকার মানুষেরা মালদহের সঙ্গে থাকতে চাই বলে জেলা শাসকে চিঠি দেয়। মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে জেলা ভাগের কথা ঘোষণা করতে পারে এমনটা মনে করে ছিলেন অনেকে, কিন্তু তা হলো না।