|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল: কেন্দ্রের বিজেপি সরকারের কালাকানুন এনআরসি চালুর প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করল চাঁচল কলেজ ও তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ।
বুধবার সকাল দশটায় চাঁচল কলেজ এবং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এনআরসির প্রতিবাদে কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। যা শহরের নেতাজি মূর্তি পরিক্রমা করে কলেজে এসে মিছিলটি শেষ হয়। এই ধিক্কার মিছিল পা মেলান চাচল কলেজের প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী।
এদিন কলেজের ছাত্র-ছাত্রীরা কেন্দ্র সরকারের কালাকানুন এনআরসি যাতে পশ্চিমবঙ্গে চালু না হয়! এরই প্রতিবাদে তারা এই ধিক্কার মিছিল টি করে। এনআরসি নিয়ে তৃণমূলের সব সংগঠন ধিক্কার মিছিল করলেও বাদ ছিল তৃণমূল ছাত্র পরিষদ। তাই এনআরসি যাতে পশ্চিমবঙ্গে কোন মতেই না হয় এরই প্রতিবাদে তারা এ বিক্ষোভ মিছিল করে বলে খবর।