হোয়াটসঅ্যাপের মেসেজ পেয়ে রক্ত দিতে ছুটলেন ইন্দ্রজিৎ বাবু

হোয়াটসঅ্যাপের মেসেজ পেয়ে রক্ত দিতে ছুটলেন ইন্দ্রজিৎ বাবু
নাজমুল হক,নতুন গতি, পলাশী:-
সোশ্যাল মিডিয়া বা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশনের যুগ এখন l বর্তমান প্রজন্মযে দিনের বেশিরভাগ সময় বুঁদ হয়ে থাকে নেট দুনিয়ায়, তার কুপ্রভাব নিয়ে অনেকে অনেক কথা বলেন কিন্তু বহরমপুর গোয়ালজানের ইন্দ্রজিৎ বাবুর কাহিনী অন্যরকমl ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের হোয়াটসঅ্যাপের ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের অন্যতম সদস্য নাজিমুল হক এর মেসেজের ভিত্তিতেই তিনি প্রাণ ফেরালেনএক রোগীর l

    বাড়ি থেকে ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের সদস্য কৌশিক ব্যানার্জি কে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে উপস্থিত হয়ে এক ইউনিট রক্ত তুলে দিলেন রোগীর পরিবারের হাতে l সাবির আহমেদ নার্সিংহোমে 17:02:2020 তারিখে ভর্তি হয়েছিলেন হরিহর পাড়ার 52 বছরের মানোয়ার হোসেন বিশ্বাস l কিন্তু ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে l তারপরে ডাক্তারবাবুরা জানান রোগীর চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন l প্রয়োজনীয় রক্তের যোগান দিতে গিয়ে দেখা দিয়েছিল সমস্যা l মানওয়ারে রক্তের গ্রুপ ছিল O+ যা বিরল, সমস্ত আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব দের কাছে খোঁজ চালানো হয়েছিল কিন্তু কোনো ইতিবাচক ফল মেলেনি l একপ্রকার হতাশ হয়ে নাজমুল হক এর মাধ্যমে ইমারজেন্সি ব্লাড সার্ভিস হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে এবং ইন্দ্রজিৎ বাবু মেসেজ দেখে প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে তৎক্ষণাৎ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন l

    এর আগেও তিনি বহুবার বহু রোগীকে রক্ত দিয়েছেন l

    ইন্দ্রজিৎ বাবু বললেন রক্ত দিয়ে কারো জীবন বাঁচাতে পেরেছি এটা ভেবে আনন্দ হচ্ছে l রোগীর পরিবার ও এমার্জেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের পক্ষ থেকে ইন্দ্রজিৎ বাবু কে জানাই অসংখ্য ধন্যবাদ l ইমারজেন্সি ব্লাড সার্ভিস পশ্চিমবাংলার যেকোন প্রান্তে যেকোন সময় 7/24