|
---|
আজিজুর রহমান,গলসি : গোরুর লেজ ধরে দামোদর নদী পার হতে গিয়ে বিপত্তি। আচমকা জলে তলিয়ে নিখোঁজ এক ব্যাক্তি। বৃহস্পতিবার বেলা এগোটায় এমন ঘনটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিখোঁজ ব্যক্তির নাম সখা রুইদাস। বসয় আনুমানিক ৬০ বছর। তিনি দামোদর তীরবর্তী গলসি থানার সোঁদা গ্রামের বাসিন্দা। জানা গেছে, গলসির শিকারপুরের কাছে দামোদর নদীর মাঝভাগে রয়েছে একটি চর। বহুদিন ধরে সেখানে মাঝের মানা নামে একটি গ্রাম গড়ে উঠেছে। ফলে এখানে নদীর জল গ্রামের উত্তর ও দক্ষিণ দিকে প্রবাহিত হয়। গ্রামের সকল মানুষ বাজারহাট করতে উত্তর দিক নদী পেরিয়ে শিকারপুর আসা যাওয়া করেন। বর্তমানে দূর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় দামোদরে জল বেড়ে গিয়েছে। যা নিয়ে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছিল প্রশাসন। স্থানীয় বাসিন্দা সুকুমার চট্টোপাধ্যায়, রকি মল্লিক সাগর সেখ’রা বলেন, এদিন আনুমানিক সাড়ে দশটা নাগাদ তিনি দুটি গোরু নিয়ে মাঝের মানাতে চড়াতে যাচ্ছিলেন। উত্তর দিকে নদীতে গোরুদুটি নামিয়ে দেন সখা। এরপরই লেজ ধরে নদী পার হবার সময় আচমকা লেজ থেকে হাত ছাড়া গেলেই জলে তলিয়ে যান তিনি। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার পরই খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে। পুলিশ এসে তার খোঁজ শুরু করেছে। এদিকে দুপুর পেরিয়ে গেলেও তার কোন হদিস পাওয়া যায়নি।