|
---|
নিজস্ব সংবাদদাতা : একেবারে ধসে যাওয়া সিকিমে ঘরছাড়া প্রায় তিরিশ হাজার মানুষ।আজ সকাল থেকে প্রায় ধসে যাওয়া উত্তর সিকিমের উদ্বারকার্যে নেমে পড়েছে সেনাবাহিনীর জওয়ান এবং সাধারন মানুষ। জল খাবার নিয়ে হাহাকার তৈরী হয়ে গেছে উত্তর সিকিমে। এর উপরে সূযোগ বুঝে জিনিসের দাম বাড়িয়ে দ্বিগুন করে দিয়েছেন দোকানদারেরা। সবচাইতে খারাপ অবস্থা পর্যটকদের, তারা না পারছেন ফিরতে না পারছেন কোথাও আশ্রয় নিতে। যাদের অবস্থা একটু ভালো তারা বেশী টাকা দিয়ে থাকবার ব্যাবস্থা করে নিচ্ছেন, আর যারা একেবারে হাতে গোনা টাকা নিয়ে এসেছেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। কি করে কোথায় যাবেন বুঝতে পারছেন না। সিকিমের বেশ কিছু এলাকায় গাছ পড়ে একেবারেই বন্ধ হয়ে গেছে চলাচল ব্যাবস্থা। আটকে পড়ে আছেন সেখানেও কয়েকশো মানুষ। সিকিম সরকার আজ সকাল থেকেই পানীয় জল,খাবার এবং ওষুধ পৌছে দিয়েছেন সেনাবাহিনীর সাহায্য নিয়ে সাধারন মানুষের কাছে। চেষ্টা করা হচ্ছে একেবারে আটকে থাকা মানুষদের উদ্বার করবার। জানা গেছে কমপক্ষে একমাস সময় লেগে যেতে পারে অবস্থা স্বাভাবিক করে তুলতে।