ধর্মতলায় বিজেপির প্রতিবাদ সভা থেকে শাহ বাজালেন নির্বাচনের ঘন্টা

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুধবার ধর্মতলায় বিজেপির প্রতিবাদ সভায়, নির্বাচনের ঘন্টা বাজালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক ইস্যুকে কেন্দ্র করে, বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন তিনি। হিংসা ও দুর্নীতিকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করেন তিনি এবং দাবি করেন যে খুব শীঘ্রই বাংলার মসনদে বসবে বিজেপি।

    এদিন সভা থেকে, উপস্থিত দলীয় কর্মীদের, উদ্দেশ্যে তিনি বলেন, “দেশে সবথেকে বেশি রাজনৈতিক হিংসা হয় বাংলায়। এখানে অনুপ্রবেশ এখনও শেষ হয়নি। আগে এই মমতা অনুপ্রবেশের ইস্যুতে সংসদ চলতে দিতেন না। এখন তাঁর সময়কালে এই হচ্ছে। আগে যেখানে বাংলায় সকাল সকাল রবীন্দ্রসঙ্গীত শোনা যেত, এখন সেখানে বোম বিস্ফোরণের আওয়াজ কানে আসে।”

    তিনি আরো বলেন, “দিদি আপনার ক্ষমতা থাকলে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল এবং জ্যোতিপ্রিয় মল্লিকদের সাসপেন্ড করুন। ২০২৬-এর রাজ্যে বিজেপির সরকার তৈরি করতে হলে ২০২৪-এ নরেন্দ্র মোদীকে যত বেশি সম্ভব আসন থেকে জেতাতে হবে। মোদীর শাসনে এগিয়ে দেশ, পিছিয়ে বাংলা। দেশের মধ্যে সব থেকে বেশি রাজনৈতিক হিংসার ঘটনা বাংলাতেই। ২১২ জন বিজেপি কর্মীকে রাজ্যে হত্যা করা হয়েছে। দিদি আপনার সময় শেষ হতে চলেছে।”