কলকাতা লিগের প্রথম ডিভিশনে গড়াপেটার অভিযোগ তুললেন মদন মিত্র

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কলকাতা লিগের প্রথম ডিভিশনে গড়াপেটার অভিযোগ তুললেন মদন মিত্র। মঙ্গলবার ফেসবুক লাইভ করে আইএফএ-র উপর ক্ষোভ উগড়ে দেন তিনি।

    বিধায়কের দাবি, “রাজ্যের ফুটবলের জন্য কী করেছে তারা? ভারতীয় ফুটবলের জন্যই বা কী করেছে? উত্তর দিন। প্রয়োজনে আমি ধরনায় বসব। কী করবেন, গুলি চালাবেন?” ৯টা ম্যাচে একটা দল ১০টা গোল করল। অথচ ১১টা ম্যাচে ২৩টা গোল হয়ে গেল। অর্থাৎ অনুশীলনী ক্লাবকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগই করেছেন তিনি। মহামেডান দল না নামানোর বিষয়টি নিয়েও তোপ দাগেন তিনি। সুবিচার পেতে আদালতের দ্বারস্থ হবেন বলেও সাফ জানিয়ে দেন মদন মিত্র। এদিন এহেন অভিযোগের প্রেক্ষিতে আইএফএ জানিয়ে দেয়, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি তৈরি করা হবে।