ঘুরে দাঁড়ালে অস্ট্রেলিয়া! গুয়াহাটিতে ৫ উইকেটে জয় ওয়েডদের

দেবজিৎ মুখার্জি: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ালে অস্ট্রেলিয়া। গুয়াহাটিতে তৃতীয় ম্যাচে বড় রান তাড়া করতে নেমে ভারতকে পাঁচ উইকেটে হারালো ম্যাথিউ ওয়েডরা। এই মুহূর্তে সিরিজের ফল ২-১।

    প্রথমে ব্যাট করে ঋতুরাজ গায়েকওয়াড়ের ৫৭ বলে ১২৩ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ২২২ রান তোলে ভারত। জবাবে রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে শেষ বলে প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। এদিনের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর সংগ্রহ ৪৮ বলে ১০৪।