স্পিকারের সাথে অসম্মানজনক আচরণ! শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড শুভেন্দু

দেবজিৎ মুখার্জী, কলকাতা: ‘স্পিকারের সাথে অসম্মানজনক আচরণের জন্য বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’ জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পালটা বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিজেপি। ইতিমধ্যে বিধানসভার সচিবালয়ে গিয়েছে গেরুয়া শিবিরের বিধায়করা।

    শাসকদলের বিধায়কদের দাবি, এদিন অধিবেশনে তর্কাতর্কি চলাকালীন কাগজ ছিঁড়ে স্পিকারের চেয়ারের দিকে ছুড়ে দেন বিরোধী দলনেতা। যা নিয়ে হট্টগোল বেঁধে যায়। স্পিকারের তরফ থেকে সতর্ক করা হলেও, বুড়ো আঙুল দেখায় শুভেন্দু। এরপরই বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার জন্য ১৮৫-এর প্রস্তাব (মোশন) আনেন তাপস রায়। তাতে সম্মত হন বিমান বন্দ্যোপাধ্যায়।