|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আনিস খান খুনে পুলিশের পোশাকে যারা বাড়িতে গিয়েছিল তারা আদৌ কি পুলিশ? এই ঘিরে উঠেছে প্রশ্ন। যদিও পুলিশ অস্বীকার করেছে সব অভিযোগ। জানা যায় আনিসের বিরুদ্ধে বাগনান থানায় একটি এবং আমতা থানায় দুটি অভিযোগ রয়েছে। যার মধ্যে বাগনান থানার মামলায় আনিসের বিরুদ্ধে ওয়ারেন্টও ইস্যু হয়েছে। সেখানেই মাথাচাড়া দিচ্ছে প্রশ্ন। তাছাড়া ঘটনার পর থেকে আনিসের মোবাইল ফোনও উধাও রয়েছে।
আনিসের বন্ধুরা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তাদের দাবি গত কয়েক মাস ধরেই তাকে খুন করার হুমকি দেওয়া হচ্ছিল। সেই কারণে তিনি ঘরছাড়া ছিলেন। এখন কি কারণে তাকে খুন করার হুমকি দেওয়া হচ্ছিল? দুষ্কৃতীদের শনাক্ত করতে আশেপাশের এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে সূত্রের খবর অনুযায়ী হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে তলব করা হয়েছে। পুলিশ আধিকারিক দাবি করেন, মৃতের পরিজন ও প্রতিবেশীরা তাঁদের কাজ করতে সহযোগিতা করছেন না। কিন্তু শুক্রবার মৃত্যু হলেও কেন রবিবার তাঁরা এলাকা ঘিরতে এলেন, তার সদুত্তর মেলেনি।