|
---|
নিজস্ব সংবাদদাতা: সামাজিক ন্যায় বিচার দিবস পালিত হলো শান্তিনিকেতনের বল্লভপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয়ে। জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের তরফে এই সোস্যাল জাষ্টিস ডে বা সামাজিক ন্যায় বিচার দিবস পালন করা হয়। সমাজের গরিব দুঃস্হ মানুষরা ন্যায় বিচার পেতে কিভাবে বিনামূল্যে আইনী সহায়তা পেতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। স্হানীয় মহিলা ও একাধিক স্বেচ্ছাসেবী সংস্হার প্রতিনিধিরা অংশ নেন এই আলোচনা চক্রে। জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ বলেন, সমাজের গরিব দুঃস্হ, আর্থিক ভাবে পিছিয়ে থাকা পুরুষ, মহিলা, শিশু, শ্রমিক সহ সাধারন মানুষ কিভাবে বিনামূল্যে আইনী সহায়তা পাবে, মামলা করার জন্য পরামর্শ বা মামলা না করেও সমস্যার সমাধান আইনী পথেই কিভাবে হবে সে বিষয়ে আলোচনা করা হয়।
এদিন জেলা পুলিশের প্রতিনিধি ইন্সপেকটর চন্দন চ্যার্টাজী সহ অনান্যরা উপস্হিত ছিলেন। এদিন মহিলাদের সুরক্ষার জন্য কি কি আইনী বিধান আছে ও বিনামূল্যে কিভাবে আইনী সহায়তা পেতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।