|
---|
দলনেত্রী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ স্থগিত রাখল তৃণমূল
মহঃ মফিজুর রহমান , নতুন গতি : বুধবার নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে পায়ে মারাত্বক চোট পান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বর্তমানে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন । সেই কারণেই আজ বৃহস্পতিবার দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ স্থগিত রাখল তৃণমূল কংগ্রেস । এক বিবৃতি জারি করে একথা ঘোষণা করেছে ঘাসফুল শিবির । উল্লেখ্য , তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন । আর সেই কারণেই আজ দলের নির্বাচনী ইস্তেহার আনুষ্ঠানিক ভাবে প্রকাশের কথা থাকলেও আপাতত তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল । দলের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে একথা জানান হয়েছে । নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবারই নন্দীগ্রাম থেকে কলকাতায় ফেরার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের । কলকাতায় ফিরে দলের নির্বাচনী ইস্তেহার আনুষ্ঠানিক ভাবে প্রকাশের কথা ছিল তাঁর । কিন্তু তিনি নন্দীগ্রামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেছে দল । বর্তমানে তৃণমূলনেত্রী চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন হাসপাতালে । বাম পা, কাঁধসহ একাধিক জায়গায় চোট পেয়েছেন । দলীয় সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে থাকে । আর সেই কারণেই দলনেত্রীর অনুপস্থিতির কথা মাথায় রেখেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ বাতিল করা হয়েছে।