|
---|
নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়ের : মাধ্যমিকে বাঁকুড়ার জয় জয়াকার। জেলার সঙ্গে বিভিন্ন ব্লকের স্কুল গুলোতেও রেজাল্ট খুব ভালো। বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের সর্বচ্চ নাম্বার পেয়েছেন ঈশানি ব্যানার্জি। তাঁর প্রাপ্ত নাম্বার ৬৬৭। ঈশানি বীরসিংহ হাইস্কুলের ছাত্রী। বাবা সুরঞ্জিত ব্যানার্জি ও মা শ্রেয়া ব্যানার্জি জীবিকায় দুজনই পার্শ্ব শিক্ষক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঈশানি বলেন, ভবিষ্যতে প্রশাসনিক বিভাগে কাজ করতে চাই। শনিবার ঈশানিকে সম্বর্ধনা প্রদান করলেন তৃণমূল ব্লক সভাপতি দিলীপ ব্যানার্জি ।এছাড়াও উপস্থিত ছিলেন যুব সভাপতি সেখ জিয়ারুল ইসলাম, জেলা সংখ্যালঘু নেতৃত্ব সেখ আজফার হোসেন,গোপাল দে সহ অন্যান্য নেতৃত্ব। এদিন ঈশানিকে সম্বর্ধনা দিতে এসে ব্লক সভাপতি দিলীপ ব্যানার্জি বলেন, ঈশানি মাধ্যমিকে ব্লকের সর্বচ্চ নাম্বার পেয়ে ব্লকের মুখ উজ্জ্বল করেছে। এতে আমরা খুব খুশি। আগামী দিনে ঈশানি রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করবে এটা আশা রাখছি।