|
---|
দেবজিৎ মুখার্জি: দিনকয়েক আগে বিজেপি নেত্রী নুপুর শর্মার হজরত মহম্মদের বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য ঘিরে শুক্রবার কানপুর-সহ উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় লেগেছিলা দুই গোষ্ঠীর সংঘর্ষ। এখনো অবধি সেই বিজেপি নেত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি যোগী সরকার।
শুক্রবার কানপুরের প্যারেড মার্কেট এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে পাথর ছোঁড়াছুড়িও হয়। ঘটনায় বেশ কয়েকজন জখম হন। পরিস্থিতি সামাল দিতে ১২ কোম্পানি PAC জওয়ান নামায় উত্তরপ্রদেশ সরকার। পুলিশ হাজারের বেশি অভিযুক্তের বিরুদ্ধে গ্যাংস্টার আইনে মামলা করা হয়েছে।