CAB নিয়ে উত্তাল দক্ষিণ ২৪ পরগণা, ট্রেন অবরোধ, পুড়ল কুশপুতুল

নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগণা: নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে বাসুলডাঙ্গা স্টেশনে আজ ট্রেন অবরোধ হয় । রেললাইনে পোড়ানো হয় নরেন্দ্র মোদি , অমিত শাহ ও দিলীপ ঘোষের কুশপুতুল । বিক্ষোভকারীরা ওই এলাকায় রাস্তাও অবরোধ করে।

    আজ বিকেল তিনটে নাগাদ বাসুলডাঙা স্টেশনের কাছে ট্রেন অবরোধ করে একটি সংগঠন । সংগঠনের কয়েক হাজার কর্মী ট্রেন অবরোধ করে । লাইনের উপর নরেন্দ্র মোদি, অমিত সাহা সহ দিলীপ ঘোষের কুশপুতুল পোড়ায় । লাইনের উপরে স্লিপার রেখে ট্রেন অবরোধ করে । প্রায় তিন ঘণ্টা অবরোধ চলে ।

    বাসুলডাঙ্গার পাশাপাশি মগরাহাট, ভাঙড় ও মথুরাপুর সহ দক্ষিণ ২৪ পরগনার বহু এলাকায় রাস্তায় নেমে এই আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে বহু মানুষ । মগরাহাটে একটি সংগঠনের কয়েক হাজার কর্মী-সমর্থক আজ প্রতিবাদ মিছিল করেন ।