|
---|
অভিষেক হালদার, বর্ধমান: যুদ্ধ লেগে যেতে পারে নাকি কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিসের মধ্যে! এমনই আশঙ্কাপ্রকাশ করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভয় পেয়ে গিয়েছে। যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে তৃণমূল সরকার বাঁচবে না বলেও দাবি করেন আলুওয়ালিয়া। আর সেই কারণেই রাজ্যের শাসকদলের এহেন আচরণ বলে দাবি তাঁর। আলুওয়ালিয়া অভিযোগ করেন, গতকাল রাজ্য পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যে হাতাহাতি বেঁধে যায়। তারপরই আশঙ্কার সুরে তাঁকে বলতে শোনা যায়, “রাজ্য পুলিসের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যুদ্ধ না লেগে যায়!”